
Save CRB (সিআরবি বাঁচান)
2226
people have signed this petition. Add your name now!

2226
people have signed. Add your voice!
1%

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় ৬ একর জায়গা জুড়ে হাসপাতাল এবং একটি মেডিক্যাল কলেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সিআরবি এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ হলে এখানকার সামাজিক-সাংস্কৃতিক-প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। পাশপাশি সিডিএর মাস্টারপ্ল্যানে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবিকে উন্মুক্ত স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। এর সূত্র ধরে সিআরবিকে জাতীয় হেরিটেজ হিসেবে ঘোষণা করার দাবির প্রতি সংহতি জানিয়ে উক্ত স্থানে হাসপাতাল ও মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগটির বিরোধিতা করতে চান, তাহলে এই পিটিশনটি সাইন করুন।
Comment