
ধর্ষণ রুখতে আমাদের ৭ দফা-7 point demand to stop rape in Bangladesh

বাংলাদেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। এর বিস্তার বন্ধ করতে আমাদের এখনই আওয়াজ তোলা, নতুন আইন প্রণয়ন এবং আইনের প্রয়োগ প্রয়োজন । এই স্মারকলিপিটিতে সই করে বাংলাদেশে ধর্ষণ রুখে দেয়ার জন্য ৭ দফা দাবির প্রতি সমর্থন প্রদর্শন করুন। আজ যদি ধর্ষণের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ না নেন তাহলে হয়তো কাল এই মহামারি আপনার ঘর ও উজাড় করে দিতে পারে।
আমাদের ৭ দফাঃ
১। ধর্ষণ আইন পুনঃবিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা।
২। ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং ৩০-৬০ কারযদিবসের মাঝে বিচার সম্পন্ন করার পক্রিয়া তৈরি করা।
৩। ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ।
৪। জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোরস গঠন।
৫। নির্জন রাস্তায় সচল সিসিটিভি গঠন।
৬। পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে প্রদান করা।
৭। দলীয় মদদে কোন ধর্ষণকে বা অপরাধকে আশ্রয় দেয়া হলে আইনানুগ ব্যাবস্তা গ্রহন করা।
আমরাই বাংলাদেশ
আমরাই রুখবো ধর্ষণ



Enter your details on the next page
Comment