
ধর্ষণ রুখতে আমাদের ৭ দফা-7 point demand to stop rape in Bangladesh

বাংলাদেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। এর বিস্তার বন্ধ করতে আমাদের এখনই আওয়াজ তোলা, নতুন আইন প্রণয়ন এবং আইনের প্রয়োগ প্রয়োজন । এই স্মারকলিপিটিতে সই করে বাংলাদেশে ধর্ষণ রুখে দেয়ার জন্য ৭ দফা দাবির প্রতি সমর্থন প্রদর্শন করুন। আজ যদি ধর্ষণের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ না নেন তাহলে হয়তো কাল এই মহামারি আপনার ঘর ও উজাড় করে দিতে পারে।
আমাদের ৭ দফাঃ
১। ধর্ষণ আইন পুনঃবিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা।
২। ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং ৩০-৬০ কারযদিবসের মাঝে বিচার সম্পন্ন করার পক্রিয়া তৈরি করা।
৩। ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ।
৪। জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোরস গঠন।
৫। নির্জন রাস্তায় সচল সিসিটিভি গঠন।
৬। পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে প্রদান করা।
৭। দলীয় মদদে কোন ধর্ষণকে বা অপরাধকে আশ্রয় দেয়া হলে আইনানুগ ব্যাবস্তা গ্রহন করা।
আমরাই বাংলাদেশ
আমরাই রুখবো ধর্ষণ
Comment