Demands of PHARMACISTS in West Bengal
নবান্ন (১৫) তালা
৩২৫ শরৎ চ্যাটার্জী রোড,
শিবপুর, হাওড়া৭১১১০২।
বিষয় -- ফার্মাসিস্ট হিসেবে কঠিন স্বীদ্ধান্ত জানাচ্ছি
সন্মানীয় মুখ্যমন্ত্রী সমীপেষু,
আমাদের প্রণাম নেবেন।। জানি ভোটের মূখে খুব চাপেই আছেন। তবুও আমাদের দিকে দৃৃষ্টিপাত করুণ।
হাজারো ব্যাস্ততার মধ্যেও সময় বের করে আমাদের প্রফেসন নিয়ে ভাবনা চিন্তা করার অনুরোধ বারং বার করে এসেছি।। প্রফেসন এ যারা সর্বোচ্চ পদ অলংকৃত করে রয়েছেন তাদের কাজ খুবই অসহনশীল।। ঘেন্নার ও অযোগ্য।।
একের পর এক নিয়োগ বাতিল। নিয়োগ আটকে ...1. The recruitment of the pharmacists under RBSK (Adv. No. SHFWS/2018/141, Dated-
29/03/2018, No of Post - 512) বাতিল করা হয়েছে।।16 No of posts vide Adv. No. R/MT/Phar./physio./83 (1)/1/2019 dated 20.12.2019 and 61 No of posts vide Adv. No. R/Phar./74 (1)/1/2019 Dated 01.10.2019 পেন্ডিং & পি এস সি পেন্ডিং।
নিয়োগে বার বার দুর্নিতির প্রশ্ন উঠছে ।। যা লজ্জার মাথা খেয়েছে।। পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিয়ে কোনো সদ উত্তর নেই আজও ।। ইচ্ছে খুশি নিয়োগ পদ্ধতি অনুসরণ করছেন , একটা অসহনশীল পদ্ধতির মাধ্যমে ফার্মাসিস্টদের মধ্যে হিংসা ছড়াচ্ছে,, মানা হচ্ছে না কোনো আর্টিক্যাল অ্যাক্ট।। হসপিটাল গুলোতে গ্রুপ D ও নার্স দিয়ে মেডিসিনের কাজ চলছে।। নন ফার্মাসিস্ট বসে ফার্মাসিস্টদের উচ্চ পদে।। পি পি আর২০১৫হারিয়ে গিয়েছে।।
সেপারেট ডিরেক্টর আজও নিযুক্ত হলো না।।
আমরা ফার্মাসিস্ট .. মানব কল্যাণে নিজেদের বিলিয়ে দেই।। রাজনীতির মধ্যে আসতেই চাই না।। তাছাড়া আমাদের আদর্শে রাজনীতির কোনো জায়গা নেই।। কিন্তু যে ভাবে যুগের পর যুগ চলছে তাতে আমরা বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য থাকিবো যদি না আমাদের দিক বিবেচনা করা হয়।।
একাধিক চিঠি, মেল সহ একটি অনলাইন পিটিশন ও করা হয়েছে।। http://ipt.io/MQURA
১.- ভোটের আগেই সেপারেট ডিরেক্টর চাই।।
২..- ভোটার আগেই ফার্মাসিস্ট কোয়ালিফিকেশন যুক্ত রেজিস্টার চাই
৩.- ভোটার আগেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া চালু করতেই হবে।।
৪.- সঠিক পদ্ধতিতে, স্বচ্ছ ভাবে নিয়োগ চাই।। ডিগ্রি/ডিপ্লোমা/গভর্মেন্ট/প্রাইভেট এসব বিভাজন চলবে না।।
৫. পি পি আর ২০১৫ ভোটার আগেই চাই।।
*********আগে ফার্মেসি প্রফেশন পরে ভোট**********
উক্ত বিষয় গুলো নজর না দিয়ে ভোট করতে গেলে খুবই জটিল পরিস্থিতি তৈরি হবে।।
শুধু মাত্র প্রফেসন এর স্বার্থে এমনও হতে পারে আমরা প্রতিটি ফার্মাসিস্ট দের কাছে এবং তাদের পরিবারের কাছে আমাদের অসহনীয় অবস্থার কথা জানিয়ে খোলা চিঠি দেবো।।
আপনিই বলেন আপনি রাস্তার মানুষ!! আশাকরি আমদের বুকের আগুন বুঝতেই পারছেন।।
আপনাদের কাছে যেমন ভোটব্যাংক
আমাদের কাছে তেমন প্রফেসন অনেক বেশি গুরুত্বপূর্ণ।।
অতএব দিদি মনি আমরা আশাবাদি আপনি কঠিন স্বীদ্ধান্ত নেওয়ার পূর্বেই আমাদের সমস্যা ,আমাদের নায্য দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন।
আমাদের সবার প্রণাম নেবেন।।
Comment