ঐশির রায় পুনর্বিবেচনার আবেদন
37
people have signed this petition. Add your name now!
37
people have signed. Add your voice!
1%
Maxine K. signed
just now
Adam B. signed
just now
বাবা মাকে হত্যা নিঃসন্দেহে জঘণ্যতম অপরাধ। আদালতের সর্বোচ্চ শাস্তিও এর সাজা হিসেবে যথেষ্ট নয়। ঐশি রহমান তার বাবা মাকে নৃসংশ ভাবে হত্যা করেছে। বিজ্ঞ আদালত এই মামলার রায়ে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদন্ড দিয়েছেন। আদালতের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে।
আমরা জানি একজন মাদকাসক্ত মানুষের হিতাহিত জ্ঞান থাকেনা। ঐশি রহমান যখন বাবা মাকে হত্যা করেছে তখন সে মাদকাসক্ত ছিল, সুস্থ স্বাভাবিক ছিল না। একজন মানুষ মাদকাসক্ত হওয়ার পিছনে তার নিজের দায় ছাড়াও পরিস্থিতি পরিবেশ এবং সমাজ তথা আমাদেরও দায় আছে।
যেহেতু অপরাধ সংগঠিত হওয়ার সময় অপরাধী মানসিক ভাবে অসুস্থ ছিল্, তাই মহামাণ্য আদালতের কাছে আমরা ঐশি রহমানের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি।
Comment