বাংলাদেশের রাজধানী নাম “মুজিবনগর” পুনঃস্থাপন
Dr. Pradip Kar 0

বাংলাদেশের রাজধানী নাম “মুজিবনগর” পুনঃস্থাপন

17 people have signed this petition. Add your name now!
Dr. Pradip Kar 0 Comments
17 people have signed. Add your voice!
2%
Maxine K. signed just now
Adam B. signed just now

১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলা, বাঙালী, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন অভিন্ন নাম। স্বাধীনতা অর্জনের পথে ১৭ এপ্রিল এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন। বাংলাদেশের স্বাধীন সরকারের শপথ নেয়ার দিন, স্বাধীনতার ঘোষণাপএ পাঠের দিন। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা অপরিসীম। মুজিবনগর বাংলাদেশের রাজধানী হিসাবে ঐ সরকারের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যুদ্ধকালীন প্রশাসন, প্রচারণা, কূটনীতি ও যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছিল। বঙ্গবন্ধুর নামে ও এ সরকারের যোগ্য নেতৃত্বে ও দিক নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুত সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে যায়। মুক্তিযুদ্ধের ইতিহাসে তাই মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় । ১৬ ডিসেম্বর বিজয় লাভের পর ‘মুজিবনগর’ সরকারের রাজধানী স্থানন্তরিত হয় ঢাকাতে। কিন্ত রাজধানীর নাম আর মুজিবনগর থাকে না। মুজিবনগর মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজরিত এই নাম। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের পবিত্র স্মৃতি অন্তর থেকে অন্তরে, বর্তমান থেকে আগামী প্রজন্মের মাঝে চিরজাগ্রত ও সমুন্নত রাখার স্বার্থে এবং বর্তমান ঢাকা শহরের সার্বিক অবস্থা বিবেচনা রেখে নুতন কোন স্থানে নুতন রাজধানী শহর বির্নিমান করে তার নাম অথবা বর্তমান রাজধানী শহর ঢাকার নাম পরিবর্তে করে “মুজিবনগর” হিসাবে পুনঃস্থাপনের দাবী জানাচ্ছি।

Share for Success

Comment

17

Signatures