বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকর করার দাবী
বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকর করার দাবী-
বিদেশে পলাতক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাজাপ্রাপ্ত ছয় খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না হওয়ায় দেশ ও জাতি আজ স্তম্ভিত। আদালতের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি বিদেশে পলাতক ছয়জনের মধ্যে চারজনের অবস্থান অনেকটাই নিশ্চিত। তবে দুইজন খুনী খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদের এখনোও আত্নগোপনে রয়েছে। বিদেশে পলাতক খুনীদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী, জার্মানিতে মোসলেম উদ্দিন ও স্পেনে শরিফুল হক ডালিম অবস্থান করছে। এদের দ্রূত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবী জানচ্ছি। সেই সাথে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ও স্পেন সরকারের নিকট অনুরোধ জানচ্ছি তারা যেন হত্যার দায়ে সাজাপ্রাপ্ত খুনীদের লালন-পালন ও আশ্রয়-প্রশ্রয় না দেয় এবং খুনীদের বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের মাধ্যমে এ ধরনের বর্বোচিত রাজনৈতিক হত্যা বন্ধ ও সেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে।
Comment