শহীদ আবু সাঈদকে স্বাধীনতা পুরস্কার ২০২৪ প্রদান প্রসঙ্গে
18
people have signed this petition. Add your name now!
18
people have signed. Add your voice!
2%
Maxine K. signed
just now
Adam B. signed
just now
বেগম রোকেয়া ছাত্র কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। ১৬ জুলাই ২০২৪ ছাত্রদের মিছিল ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আবু সাঈদ একা ছোট একটি লাঠি হাতে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশকে চ্যলেঞ্জ করেন। মাত্র ৫০-৬০ ফুট দূর থেকে পুলিশ তাঁকে গুলি করে। প্রথম গুলি খেয়ে তিনি একটু গুজো হয়ে গেলেও আবার বুক চিতিয়ে দাঁড়িয়ে যান। এর পর বেশ কয়েক বার গুলি খেয়ে তিনি পড়ে যান এবং মারা যান।
তাঁর নির্ভীক, দৃপ্ত, দুঃসাহসিক, বুক চেতানো ভঙ্গী পুরো দেশকে আন্দোলিত করে তুলে এবং তিনি সাহসের এক দুর্বার প্রতীক হয়ে উঠেন। তাঁর আত্ম ত্যাগ কোন মুল্যে শোধ করা সম্ভব নয়। তবুও তাঁকে স্মরন করে আমরা তাঁকে "শ্বাধীনতা পুরস্কার ২০২৪" দিয়ে তাঁর আত্মত্যাগকে মহিমান্বিত করতে চাই।
Comment